No Internet Connection !

ঝালকাঠি জেলা পরিচিতি

প্রশ্ন: ঝালকাঠি জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: ঝালকাঠি জেলার সীমানা কি? উ: কক্সবাজার জেলার সীমানা:

✅ উত্তরে: বরিশাল জেলা

✅ দক্ষিণে: পটুয়াখালী জেলা

✅ পূর্বে: বরিশাল জেলা

✅ পশ্চিমে: পিরোজপুর জেলা


প্রশ্ন: ঝালকাঠি জেলার আয়তন কত? উ: ৭৪৮.৩২ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: ঝালকাঠি জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: অনুভব ঝালকাঠি ।
প্রশ্ন: ঝালকাঠি জেলার গ্রাম কতটি? উ: ৪৭১ টি।
প্রশ্ন: ঝালকাঠি জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৩২ টি।
প্রশ্ন: ঝালকাঠি জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৪ টি। ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া।
প্রশ্ন: ঝালকাঠি জেলার পৌরসভা কতটি? উ: ২ টি। ঝালকাঠি, নলছিটি।
প্রশ্ন: ঝালকাঠি জেলার নদ-নদী কি কি? উ: বিশখালী, সুগন্ধা, গজালিয়া, খায়ারা নদী ইত্যাদি।
প্রশ্ন: ঝালকাঠি জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: ঔষধ শিল্প, তাঁত শিল্প, জুট মিল, টেক্সটাইল মিল, কুটির শিল্প প্রভৃতি।
প্রশ্ন: ঝালকাঠি জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: পৌরসভার পুরাতন ভবন, সিভিলকার্ট, ভবন (১৭৮১), সুজাবাদের কেল্লা, ঘোষাল রাজবাড়ির ধ্বংসাবশেষ, নুরুল্লাপুর মঠ, সুরিচোড়া জামে মসজিদ, শিবমন্দির, নাদোরর মসজিদ।
প্রশ্ন: ঝালকাঠি জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: শশাঙ্ক পাল (সাহিত্যিক), সন্তোষ গুপ্ত, কামিনী রায় (কবি), আব্দুল গনি বয়াতী, আব্দুল হাশেম বয়াতি।
তথ্যসূত্র: jhalakathi.gov.bd
top
Back
Home
Gsearch